Wednesday , February 19 2020
Home / bangladesh / বার্সায় না এলে রিয়ালে যাবে নেইমার, ভেবেছিলেন মেসি – bdnews24.com

বার্সায় না এলে রিয়ালে যাবে নেইমার, ভেবেছিলেন মেসি – bdnews24.comগত মৌসুমের শেষ থেকে নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে প্যারিসে পা রাখা এই ফুটবলার নিজেও ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দল-বদলে বেশ কয়েক দফায় আলোচনার পরও পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি লা লিগা চ্যাম্পিয়নরা।

স্পেনের এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী নেইমারের দল-বদল নিয়ে নিজের ভাবনার কথা জানান মেসি।

“আমি সত্যি ভেবেছিলাম, আমাদের এখানে না এলে নেইমার রিয়াল মাদ্রিদে যাবে।”

“সে সত্যি প্যারিস ছাড়তে চেয়েছিল। আর এটা সে প্রকাশও করেছিল। আমি ভেবেছিলাম ফ্লোরেন্তিনো পেরেস ও রিয়াল মাদ্রিদ তাকে দলে টানতে কিছু একটা করবে। ”


Source link